কালের কন্ঠের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মনোহরগঞ্জে মানব বন্ধন

লাকসাম / ২৫ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——
দৈনিক কালের কন্ঠের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মঙ্গলবার সকাল ১০টায় কুমিল্লার মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব কার্যালয়ের সামনে আয়োজিত মানব বন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন, মনোহরগঞ্জ প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির মানিক। প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি আবদুর রহমানের পরিচালনায় মানব বন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামাল হোসেন ভুলু, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সামছুল আলম, সাধারণ সম্পাদক অহিদুর রহমান, যুগ্ম-সম্পাদক মুরশিদুর রহমান সোহেল, লাকসাম প্রেসক্লাবের সদস্য ও দৈনিক কুমিল্লার সহ-বার্তা সম্পাদক মোঃ আবুল কালাম, দৈনিক ভোরের ডাক লাকসাম প্রতিনিধি মোঃ আবদুর রহিম, সাংবাদিক আবদুল বাকী মিলন, আবুল কালাম আজাদ, বেল্লাল হোসেন, আলমগীর হোসেন, আবুল খায়ের, শাহাদাৎ হোসেন, মাহাবুব আলম, নাসির উদ্দিন প্রমুখ। এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা দৈনিক কালের কন্ঠ পত্রিকায় গত ১৯ ডিসেম্বর বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদের প্রেক্ষিতে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে দেশের বিভিন্ন জেলায় যে মামলা হয়েছে তা হয়রানি ও ষড়যন্ত্রমূলক বলে আখ্যা দেন। নেতৃবৃন্দ পত্রিকাটির বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানান।

মোঃ আবদুর রহিম, লাকসাম প্রতিনিধি

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply