মুরাদনগরে বাক প্রতিবন্ধী কিশোর নিখোঁজ

মুরাদনগর (কুমিল্লা) / ২৫ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——

মুরাদনগরের দারোরা-দীঘিরপাড় গ্রামের হারুন মিয়ার ছেলে সোহেল মিয়া প্রকাশ মাইল্লা (১১) নামের এক বাক প্রতিবন্ধি কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার ১৭ দিন পরও তার কোন সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজনের দিন কাটছে গভীর উদ্বেগ আর উৎকণ্ঠায়। এ বিষয়ে বাক প্রতিবন্ধী সোহেল মিয়া প্রকাশ মাইল্লার সন্ধান পেতে মঙ্গলবার তার মা সাহেরা বেগম মুরাদনগর থানায় একটি সাধারন ডায়েরী করেছে। ডায়েরী সূত্রে জানা যায়, প্রতিবন্ধী সোহেল মিয়া প্রকাশ মাইল্লা গত ০৯ ডিসেম্বর রবিবার সকাল ০৭ টায় নিজ বাড়ি দারোরা-দীঘিরপাড় গ্রাম থেকে নিখোঁজ হয়। তার উচ্চতা অনুমান ৩ ফুট, গায়ের রং ফর্সা ও মুখমন্ডল গোলাকার,পড়নে কালো রঙ্গের হাফ হাতা শার্ট ছিল। তার মা সাহেরা বেগম ও বাবা হারুন মিয়ার আকুতি প্রতিবন্ধী এই কিশোরের সন্ধান পেলে ০১৮২৬-৪০১৪৩৬, ০১৯৬৫-৬০২৩৩৪ নম্বরে যোগাযোগ করার জন্য।

মোঃ শরিফুল আলম চৌধুরী

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply