লাকসামে যুবকের লাশ উদ্ধার

লাকসাম / ২৪ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——
লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুরে যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা গেছে, সোমবার ভোরে মোহাম্মদপুর পশ্চিমপাড়া বাঁশতলি রাস্তার পাশের বাড়ির পরিত্যক্ত খড়ের গাদায় অটোবাইক চালক রবিউল হোসেনের (২০) গলায় ফাঁস দেয়া লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। লাকসাম থানার এসআই শাহজাহান সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল−া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত রবিউল একই গ্রামের হাকিম আলীর ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহজাহান জানান, ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে রেখে যায়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

মোঃ আবদুর রহিম
লাকসাম, কুমিল্লা।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply