ব্রাহ্মণপাড়া/ ২৪ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সরকারী উচ্চবিদ্যালয় মাঠে সোমবার ৪২তম জাতীয় স্কুল ও মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা ২০১২এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর খান চৌধুরী।
উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহনে আয়োজিত উক্ত প্রতিযোগীতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভগবান সরকারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহেরা বেগম, জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতি ব্রাহ্মণপাড়া শাখার উদ্দ্যোগে আয়োজিত খেলা পরিচালনা করেন উপজেলা সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল করিম, সহ সম্পাদক এ.কে.এম. আসাদ উল্লাহ সহ সমিতির সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক, প্রধান শিক্ষক সহ প্রতিযোগীতায় অংশগ্রহনকারী শিক্ষার্থী এবং ক্রীড়ামোদি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় ক্রীড়া প্রতিযোগীতার আয়োজক সমিতির সকল সদ্যগণকে সম্মানী পুরস্কার সহ বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকরীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় অতিথিরা বক্তব্যে বলেন ক্রীড়া এখন শুধু প্রতিযোগীতাই নয় স্কুলের পাঠ্য বিষয় হিসেবে অন্তর্ভুক্ত। শাররিক ভাবে সুস্থ্য থাকতে হলে ক্রীড়ার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগীতায় সমান ভাবে অংশগ্রহনের মাধ্যমে সুস্থ্য দেহ গঠণ করতে হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি শাররিক শিক্ষা গ্রহণ করা প্রত্যেকেরই এখন দায়িত্ব ও কর্তব্য বিধায় ক্রীড়ার প্রতি সকলের সক্রিয় অংশগ্রহনের জন্য আহবান জানান।
মিজানুর রহমান সরকার, ব্রাহ্মণপাড়া ॥