ব্রাহ্মণপাড়া / ২৪ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল ২৪ ডিসেম্বর সোমবার বডি ফিটিং ফেন্সিডিল সহ ৩জকে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
সূত্রে জানা যায়, এস.আই ইকতার মিয়া সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে নাইঘর রাস্তা ে কে দক্ষিণ তেতাভ’মি (বাশতলী) গ্রামের খিজির মিয়ার ছেলে মো: টিটু (১৮) একই গ্রামের আবদুর রহমানের ছেলে জহিরুল ইসলাম (১৯)কে ১৫ বোতল করে ৩০ বোতল বডি ফিটিং ফেনসিডিল সহ গ্রেফতার করে এবং একই দিনে তিতাভ’মি এলাকা থেকে বাশতলী গ্রামের আবদুল হামিদের ছেলে খোরশেদ আলম (২৩)কে ১৫ বোতল বডি ফিটিং ফেনসিডিল সহ গ্রেফতার করে। এই ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানায় পৃথক ভাবে মাদক আইনে মামলা হয়েছে।
মিজানুর রহমান সরকার, ব্রাহ্মণপাড়া ॥