মতলব উত্তর / ২২ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——
দুনিয়াবি সকল বালামুসিবাত ও আখেরাতে থেকে মুক্তি এবং সদ্য প্রায়াত পীরকে হারানোর বেদনায় অর্ধলক্ষাধিক মুসল্লিদের কাঁন্নাকন্ঠে আখেরী মুনাজের মধ্যদিয়ে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি দরবার শরীফের বার্ষিক উরশ শরীফ সম্পন্ন হয়। ৩ দিন ব্যাপী বার্ষিক উরশ শরীফের শেষদিনে শুক্রবার দিবাগত সারারাতব্যাপী সুন্নি ত্বরীকার দেশবরেন্য ওলামাদের আলোচনা শেষে বাদ ফজর আখেরী মুনাজাত অনুষ্ঠিত হয়। আখেরী মুনাজাত পরিচালনা করেন, দরবার শরীফের বর্তমান পীর ক্বেবলা আল্লামা শায়খ মোশতাক আহমেদ।
ফরাজীকান্দি দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা শায়খ বোরহান উদ্দিন উয়েসী রিফা’য়ী (রাঃ) এবং নেদায়ে ইসলামের চেয়ারম্যান আল্লামা শায়খ ডঃ মানযূর আহমেদ উয়েসী রিফা’য়ী (রাঃ) এর স্বরনে এই বার্ষরিক উরশ শরীফ অনুষ্ঠিত হয়। ফরাজীকান্দি দরবারের আশেক আলহাজ্জ আলহাজ্জ দেলোয়ার হোসেন ও নেদায়ে ইসলাম মহিলা মাদ্রসার আরবী প্রভাষক পীরজাদা হযরত মাওলানা আরিফ চৌধুরী’র সঞ্চালনায় উরশের শেষদিনে আলোচনা করেন, প্রায়াত পীর আল্লামা শায়খ ডঃ মানযূর আহমেদ উয়েসী রিফা’য়ীর সুযোগ্য পুত্র আল্লামা শায়খ মাশহুদ আহমেদ উয়েসী রিফা’য়ী, বর্তমান পীরের ছোটভাই আল্লামা শায়খ মোকাদ্দাস আহমেদ, পরমানু বিজ্ঞানী ডঃ শমসের আলী, বিকেএসপি হ্যান্ডবলের সাবেক চীফ কোচ আলী আজগর খান, হাশিমপুর দরবার শরীফের পীর আলহাজ্জ মাওলানা আশফাক আহমেদ, আলহাজ্জ হযরত মাওলানা সিরাজ-উদ-দৌলাহ, আলহাজ্জ হযরত হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, দেওয়ান মওলানা আবুল খায়ের, মাওলানা তাজুল ইসলাম প্রমূখ।
শামসুজ্জামান ডলার
মতলব উত্তর(চাঁদপুর)