নাঙ্গলকোট (কুমিল্লা) / ২২ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেড়িয়া ইউপির মাধবপুর গ্রামের জমি নিয়ে বিরোধের জের ১৫৪ ধারা জারি করেছে নাঙ্গলকোট থানা। ঘটনার বিবরনে জানা যায়, গত ১৮ ডিসেম্বর মঙ্গলবার মফিজুর রহমান বাদী হয়ে কুমিল্লা আদালতে ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে পেড়িয়া সাবেক দাগ নং-২৫৭ হাল দাগ নং- ৫৯০ এ নাল ৬০ শতক জমি বিরোধ চলছে। এ নিয়ে আবদুল হামিদ বাদী হয়ে পেড়িয়া ইউপি কার্যালয়ে অভিযোগ দায়ের করলে কাগজ পত্র অনুযায়ী তিনি জায়গার মূল মালিক হিসেবে রায় পায়। শুনানিতে মফিজুর রহমান জমির মালিক হিসেব উল্লেখ যৌগ্য কোন প্রমান দেখাতে পারেনি। ইউপি শালিশের রায় না মেনে মফিজুর রহমান কুমিল্লা আদালতে মামলাটি দায়ের করেন। এ নিয়ে এলাকায় উৎত্তেজনা বিরাজ করছে এবং দুগ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে। তাই নাঙ্গলকোট থানা পুলিশ আগামী ২ জানুয়ারী ২০১৩ইং উভয় পক্ষকে উপযুক্ত কাগজপত্র নিয়ে থানায় হাজির হওয়ার জন্য এবং কাউকে সম্পত্তি দখলে না যাওয়ার নির্দেশ দেয়।
Check Also
কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল
নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...