ব্রাহ্মণপাড়া / ২২ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——
কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে সৌদি প্রবাসী মিজানুর রহমান (৩৫) হৃদ ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্না…রাজেউন)। মরহুমের নামাজে জানাযা ২২ ডিসেম্বার শংকুচাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। তিনি গত ১৮ নভেম্বর সৌদিআরবে হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে কুমিল্লা-৫ এর সংসদ সদস্য, সাবেক আইন মন্ত্রী এড. আবদুল মতিন খসরু, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো: ইউনুস গভীর শোক প্রকাশ করেন। তার জানাযায় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. হাশেম খান, বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন স্বপন, কুমিল্লা নবাব ফয়জন্নেছা বালিকা বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে ও ১ মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। জানাযা শেষে মরহুমের লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Check Also
কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল
নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...