কেউতো আমগো খবর লয়না বাবা:: মহান স্বাধীনতা যুদ্ধে মতলবের ১৯ বীর মুক্তিযোদ্ধা প্রান হারান

মতলব উত্তর / ২০ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——
১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৯ জন বীর মুক্তিযোদ্ধা দেশের স্বাধীনতার জন্য প্রান দেন। স্বাধীনতা যুদ্ধে প্রান দেয়া কয়েকজন বীর মুক্তিযোদ্ধার পরিবারের লোকদের সাথে কথা হলে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২৬ মার্চ আর ১৬ ডিসেম্বর আইলে আমনেরা আইয়েন খোজ-খবর নিতে কিন্তু এইছাড়া কেউতো আইয়া আমগো খোজ-খবর লয়না বাবা।
স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও লাল-সবুজ পতাকার দীর্ঘ্য ৯ মাসের স্বাধীনতার জন্য মতলব উত্তর উপজেলার প্রান দেয়া ১৯ বীর মুক্তিযোদ্ধারা হলেন, ফতেপুর পশ্চিম ইউনিয়নের গাজীপুর গ্রামের সন্তান শহীদ নুরুর হক-বীর উত্তম, পিতা-মৃত সাদেক আলী মাঝি, ছেংগারচর পৌরসভার কলাকান্দা গ্রামের মোখলেছুর রহমান, পিতা-মৃত গোলাম আলী, ছেংগারচর পৌরসভার উত্তর ছেংগারচর গ্রামের শহীদ মোঃ কালা মিয়া, পিতা-মৃত আঃ কাদের মুন্সি, ছেংগারচর পৌরসভার আদুরভিটি গ্রামের শহীদ আঃ সাত্তর, পিতা-মৃত ফজর আলী ঢালী, সাদুল্যাপুর ইউনিয়নের সাদুল্যাপুর গ্রামের শহীদ মঙ্গল খান, পিতা- হাসমত আলী খান, চান্দ্রাকান্দি গ্রামের যথাক্রমে শহীদ সিরাজুল হক, পিতা-নূরুল ইসলাম ভূঁইয়া, শহীদ দুদ মিয়া, পিতা-কেরামত আলী ব্যাপারী, শহীদ আঃ আউয়াল, পিতা-মৃত চুন্নু ভূঁইয়া, শহীদ সাহাজ উদ্দিন,পিতা-মৃত আলী হোসেন ভূঁইয়া, খাগুরিয়া গ্রামের শহীদ মুর্শিদ আলম, পিতা-মৃত খলিলুর রহমান, দুর্গাপুর ইউনিয়নের হরিনা গ্রামের শহীদ এমএ বারী সরকার, পিতা-মৃত বেলায়েত আলী সরকার, মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের শহীদ আঃ হাই মিয়াজী, পিতা-মৃত হারিছ মিয়া, মিলারচর গ্রামে শহীদ আক্তার হোসেন, পিতা-মৃত আলীম উদ্দিন প্রধান, পাঁচআনী গ্রামের শহীদ বজলুর রহমান, পিতা-মৃত বসির উদ্দিন সরকার, ফরাজীকান্দি ইউনিয়নের আমিনপুর গ্রামের শহীদ আবু তাহের , পিতা-মৃত নূরুল হুদা, রামপুর গ্রামের শহীদ মুকবিল হোসেন, পিতা- মৃত বাদশাহ মিয়া,ষাটনল ইউনিয়নের সুগন্ধি গ্রামের শহীদ আঃ সালাম, পিতা-মৃত আবিদ আলী মুন্সি, এখলাছপুর ইউনিয়নের এখলাছপুর গ্রামের শহীদ কবির আহমেদ চৌধুরী এবং ফতেপুর পশ্চিম ইউনিয়নের নবুর কান্দি গ্রামে শহীদ গিয়াস উদ্দিন, পিতা-দেলোয়ার হোসেন সরকার।
এই ১৯ জন বীর শহীদদের জন্য স্বাধীনতার ৩৫ বছর পর ২০০৬ সালের জানুয়ারীতে তৎসময়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান ইলিয়াসের আন্তরিক প্রচেষ্টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে নির্মিত হয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ। ইতমধ্যে উপজেলার মাত্র ১টি রাস্তায় একজন শহীদ মুক্তিযোদ্ধার নামে নামকরন করে ফলক লাগানোহলেও এখনো বাকী ১৮ শহীদদের নামে রাস্তার নামকরন ও ফলক বসানো যায়নি।
এ ব্যাপারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের মতলব উত্তর উপজেলা উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা মুজাম্মেল হক বলেন, অনেক বিলম্বে হলেও স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের সন্মানে একটি সৃতিস্তম্ভ করতে পেরে আমরা গর্ভিত। উপজেলার মাত্র ১ টি রাস্তায় একজন মুক্তিযোদ্ধার নামে নামকরন করে ফলক বসানো সম্ভব হলেও বাকী ১৮ শহীদ মুক্তিযোদ্ধার নামে রাস্তার নামকরন ও ফলক বসানো আমাদের পরিকল্পনায় থাকলেও তা এখনো সম্ভব হয়নি।

শামসুজ্জামান ডলার/ মতলব উত্তর(চাঁদপুর)

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply