ব্রাহ্মণবাড়িয়া / ২০ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান ধর্মঘট, সমাবেশ ও মিছিল করেছে জেলা কৃষক দল।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রেসক্লাবের সামনে এ অবস্থান ধর্মঘট পালিত হয়। অবস্থান ধর্মঘট চলাকালে সমাবেশে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট হারুন-আল-রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জিল্লুর রহমান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ
আরিফুল ইসলাম সুমন