সরাইলে দাঙ্গা দমনে আসছে বাউল গান ও পথনাটক থেরাপি

সরাইল / ২০ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——
জেলার সরাইলে দাঙ্গা দমনে অভিনব উদ্যোগ নিচ্ছে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসন। জানুয়ারি মাস থেকে এলাকার প্রতিটি হাট-বাজারে বাউল গান ও বিভিন্ন পথনাটকের মাধ্যমে জনগনকে এ ব্যাপারে উদ্ধুদ্ধ করা হবে। বৃহস্পতিবার দুপুরে ১২ বিজিবি সরাইল ব্যাটালিয়ন কার্যালয়ে বার্ষিক প্রীতিভোজ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান জিয়াউল হক মৃধা এ তথ্য জানান।
এসময় তিনি আরো জানান, উপজেলা হাওর বেষ্টিত অরুয়াইল ইউনিয়ন থেকে এ কর্মসূচী শুরু করা হবে। বাউল গান ও পথনাটকের পাশাপাশি জনসাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হবে। এ কাজে তাদের সহযোগিতা করবে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি। শিক্ষার হার কম হওয়া এবং প্রবাসীদের উপার্জিত অর্থের বেশিরভাগ ব্যবহার এখানকার দাঙ্গার অন্যতম কারণ বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
প্রসঙ্গত, সরাইলে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এসব ঘটনায় একের পর এক প্রাণহানিতে ইমেজ সংকটে ভূগছে একসময়ের ঐতিহ্যমন্ডিত সরাইল।

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply