লাকসাম / ২০ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——
বৃহস্পতিবার কুমিল্লার লাকসাম স্ট্যামফোর্ড গার্লস স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, জেএসসি বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ মজির আহমদ। বক্তব্য রাখেন, লাকসাম জেলা বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়ক ও সাবেক প্রেস ক্লাবের সভাপতি আবদুল কুদ্দুস, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক কামরুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক তাওহিদুল ইসলাম, জয়নাল আবদীন, পরিচালক আবদুল আউয়াল মজুমদার, সফিকুর রহমান সফি, আকতার হোসেন, প্রনয় কুমার সাহা, বিদ্যালয়ের ছাত্রী নুরজাহান আক্তার কলি, সুমাইয়া খানম লুনা প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রী, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আবদুর রহিম
লাকসাম, কুমিল্লা।