চান্দিনা / ১৯ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর চান্দিনা শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্প এলাকা-৫ এর সদস্য-সদস্যাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে চান্দিনা উপজেলার মহারং রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রকল্পের ৫০ জন সদস্য-সদস্যা অংশ গ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, চান্দিনা উপজেলা কৃষি অফিসার মো. আবুল কালাম আজাদ ভূইয়া ও চান্দিনা উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান। প্রশিক্ষকগণ খাদ্যে রাসায়নিক প্রয়োগে বিষক্রিয়া, এবং একটি বাড়ী একটি খামার ও হাঁস-মুরগী ও গবাদি পশু পালনে ভূমিকা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর চান্দিনা শাখার এসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান সরকার, প্রকল্প কর্মকর্তা মো. মকবুল হোসেন, সহকারী প্রকল্প কর্মকর্তা মো. রইছ উদ্দিন, এলাকা কর্মকর্তা সাব্বির আহমেদ মৃধা, মো. মোদাচ্ছের হোসাইন প্রমুখ।
মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা