কচুয়া / ১৯ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——
জামাত শিবিবের রাজনীতি নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে বুধবার কচুয়া মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপি প্রদানের পূর্বে উপজেলা পরিষদ চত্ত্বরে কচুয়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আবদুল মবিনের সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার যাবের মিয়ার পরিচালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, উপজেলা কমান্ড কাউন্সিলের অর্থ বিষয়ক সম্পাদক তাসাদ্দেক হোসেন মোহন, কড়ইয়া ইউপি কমান্ডার আবু তাহের আবেদ, মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার, আমরা মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষে খোরশেদ আলম খোকন প্রমুখ। বক্তাগণ স্বাধীনতা যুদ্ধে বিরোধীতাক্বারী জামাত শিবিরের রাজনীতি অনতিবিলম্বে নিষিদ্ধ এবং অচিরেই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন। ওইদিন সকালে এ উপলক্ষ্যে পৌরসভা ডাক বাংলো প্রাঙ্গনে মানববন্ধন পালন করেন। মানববন্ধনে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানগণ অংশগ্রহন করেন।
কিশোর কুমার , কচুয়া