মালযেশিয়া মুক্তিযুদ্ধা সংসদ ইউনিট কমান্ড কতৃক আয়োজিত মহান বিজয় দিবশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মালয়েশিয়া / ১৮ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——
গত কাল কুয়ালালামপুররস্থ হোটেল ফার্ষ্ঠ বিজনেছ ইন হোটেল এর হল রুমে মালয়েশিয়া মুক্তিযুদ্ধা সংসদ ইউনিট কমান্ড কতৃক আয়োজিত দোয়া , স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধা ও জনগনের ভ’মিকা শীর্ষক আলোচনা সভা ও সাংকৃত্বিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মালযেশিয়া মুক্তিযুদ্ধা সংসদ ইউনিট কমান্ড এর সভাপতি বীর মুক্তিযুদ্ধা মোঃ দেলোয়ার হোসেন মজনুর সভাপতিত্বে শাখাওয়াত হুসেন জোসেফ এর সঞ্চালনায় পবিএ কোরান তেলাওয়াত ও শহীদদের প্রতি একমিনিট নিরবতা পালন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাতু ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইয়াছিন বিন ইসমাইল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডঃ এ.টি.এম.এমদাদুল হক(হেড অফ মেডিক্যাল এডুকেশন ইউনির্ভাসিটি কুয়ালালামপুর, বীর মুক্তিযুদ্ধা হাবিব উল্লাহ হাবিব, মাসুদুর রহমান মাসুদ বিশিষ্ঠ ব্যবসায়ী,মোঃ জসিম উদ্দিন মালয়েশিয়া আ’লীগ নেতা, মোঃ কামরুজ্জামান কামাল, মুক্তিযুদ্ধা হাজ্বী মতিউর রহমান, মোঃ কবীর হুসেন বিশিষ্ঠ ব্যবসায়ী , মোঃ বিল্লাল হুসেন বিশিষ্ঠ ব্যবসায়ী ।
মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ডঃ এ.টি.এম.এমদাদুল হক(হেড অফ মেডিক্যাল এডুকেশন ইউনির্ভাসিটি কুয়ালালামপুর, বীর মুক্তিযুদ্ধা শওকত হোসেন পান্না, বীর মুক্তিযুদ্ধা মতিউর রহমান , বীরমুক্তিযুদ্ধা হাবিব উল্লাহ হাবিব।
প্রধান অতিথির বক্তিতায় মালয়েশিয়ান দাতু ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইয়াছিন বিন ইসমাইল ইংরেজী ও মালয় ভাষা বক্তিতায় বলেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের তিনি গভীর শ্রদ্ধা জানান দেশের জন্য তারা জীবন দিয়ে বাংলাদেশকে আজ বিশ্বের মানচিত্রে স্থান করেদিয়ে গেছেন আমার বিশ্বাস বাংলাদেশের জনগন বীর শহীদদের শ্রদ্ধার সাথে যুগ যুগ ধরে স্বরণ করিবেন , প্রধান অতিথি তার বক্তিতায় মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশীদের ও প্রশংষা করেন ।
আরও বক্তব্য রাখেন কামরুজ্জামান কামাল, মোঃ মনিরুজ্জামান মনির মালয়েশিয়া আ’লীগ নেতা, আরিফুর রহমান, মোঃ ইয়াছিন, বাংলাদেশ প্রেসকøাব মালয়েশিয়া সাধারণ সম্পাদক এম.আমজাদ চৌধুরী রুনু, ফকির মশিউর রহমান, ছাএলীগ নেতা মোঃ জাকির হুসেন প্রমূহ ।

এম.আমজাদ চৌধুরী রুনু মালয়েশিয়া প্রতিনিধিঃ

Check Also

করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত

বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...

Leave a Reply