সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) /১৭ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——-
সরাইলে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে জীবনের শেষ সংবর্ধনা পেলেন না মুক্তিযোদ্ধা মো. ওসমান গণি (৬৫)। তিনি বিজয় দিবসের দিন প্রথম প্রহরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিলাহে—-রাজেউন)। তিনি উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মরহুম কাইয়ুম উদ্দিনের ছেলে। এছাড়াও তিনি সরাইল উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রোববার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় কালীকচ্ছে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এড. জিয়াউল হক মৃধা গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আরিফুল ইসলাম সুমন