চান্দিনা /১৭ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——-
চান্দিনা উপজেলার লেংড়ামুড়ি জামিয়া ইউনুসিয়া আতিকিয়া মাদ্রাসায় গত রোববার বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনা সভায় বরকরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামছুল আলম চৌধুরী রতন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি মো. লুৎফর রেজা খোকন। বিশেষ অতিথির বক্তৃতা করেন, চট্টগ্রাম ওয়াজেদিয়া দরবার শরীফের পীর মাওলানা জাহেদ হোসাইন খান, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক মো. আবদুল গনি। অন্যদের মধ্যে বক্তৃতা করেন, বদরপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. হুমায়ুন কবির ভূইয়া, ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, মো. কাশেম, শিল্পপতি মোখলেছুর রহমান, আবু, কন্টাক্টর রোবায়েত, কাজী কামরুল, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান রহমান চেয়ারম্যান, খোরশেদ মেম্বার, এডভোকেট মো. শফিক, স্বপন চৌধুরী, মাওলানা জাহাঙ্গীর আলম, আবদুল হালিম, আবদুল মালেক মাষ্টার প্রমুখ। আলোচনা সভা শেষে নতুন একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি। পরে দোয়া ও মোনাজাত হয়।
মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা