চান্দিনা /১৭ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——-
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার মাধাইয়া নামক স্থানে সোমবার (১৭ডিসেম্বর) ভোরে সড়ক দুর্ঘটনায় বিজয় কুমার ঘোষ (৩৫) নামে এক হকার নিহত হয়েছে। নিহত বিজয় কুমার ঘোষ বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামের বাসিন্দা। হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. কাইয়ুম জানান, বিজয় কুমার ঘোষ চাউলবোঝাই ট্রাকযোগে কুমিল্লায় যাচ্ছিলেন। মাধাইয়া নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। পরে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে ওই দুর্ঘটনা ঘটে।
মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা