ছেলের সাথে অভিমান করে মায়ের বিষপানে আত্মহত্যা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) /১৭ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——-
সরাইলে ছেলের সাথে অভিমান করে মা বিষপানে আত্মহত্যা করেছেন। নিহতের নাম জেসমিন বেগম (৩৭)। তিনি উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়ার বাসিন্দা প্রবাসী শামসুল লস্করের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মা জেসমিন বেগমকে তার বড় ছেলে মেহেদি (১৮) বিভিন্ন সময়ে নানাভাবে মানসিকভাবে যন্ত্রণা দিয়ে আসছিল। ছেলের বখাটেপনায় মা জেসমিন অতিষ্ঠ হয়ে উঠেন। মেহেদি টাকা-পয়সা জন্য তার মাকে নানাভাবে চাপ সৃষ্টি করতো। সে গত রোববার বিকেলে ৫০ টাকার জন্য মাকে ভীষণভাবে চাপ সৃষ্টি করে। ছেলেকে অকারনে টাকা দিতে রাজি ছিল না মা জেসমিন। এক পর্যায়ে তিনি অভিমানে বিষপান করেন। পরিবারের লোকেরা জেসমিনকে হাসপাতালে নিলে সন্ধ্যার পর তার মৃত্যু হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী বলেন, রোববার রাতে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply