নাঙ্গলকোট (কুমিল্লা) /১৬ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——-
কুমিল্লার নাঙ্গলকোটে রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মুহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আ,হ, ম, মুস্তফা কামাল (লোটাস কামাল)। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান মজুমদার, পৌর মেয়র সামছুদ্দিন কালু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইসহাক মিয়া, সাবেক চেয়ারম্যান ছাদেক হোসেন, অধ্যাপক জয়নাল আবেদীন, ভিপি হুমায়ুন কবির, জাতীয় পার্টি সভাপতি ডাঃ আলী আহম্মদ মোল্লা, অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়া, মুজিবুল হক বাদল, শাহ খোরশেদ আলম মজুমদার, ওমর ফারুক লিটন প্রমূখ। সভায় দুঃস্থ মুক্তিযোদ্ধাদের ৫০ টি সেলাই মেশিন প্রদান করা হয়। পরে যুদ্ধঅপরাধীদের বিচারের দাবীতে মুক্তিযোদ্ধাদের এক বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
মোঃ আলাউদ্দিন, নাঙ্গলকোট (কুমিল্লা) থেকে