মতলব /১৬ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——-
দীর্ঘ ৬৫ বছর পর মেঘনা নদীর পাড়ে বসেছে মিলন মেলা। মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন একটি নদী ভাঙ্গন কবলিত অঞ্চল। ইতিমধ্যে এই ইউনিয়নের বেশ কয়েটি গ্রাম এবং শত শত ঘরবাড়ি, ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এখলাছপুর ইউনিয়নের একমাত্র উচ্চ বিদ্যালয়টি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে। গত শনিবার এখলাছপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণ প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান সকালে পবিত্র কোরআন তেলোয়াত ও দোয়ার মাধ্যমে শুরু হয়। বিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় সংগীত, বেলুন এবং পায়রা উড়িয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শিল্পপতি মোঃ কামালউদ্দিন ঢালী উক্ত দিনব্যাপী অনুষ্টানমালার শুভ উদ্বোধন করেন। পুনর্মিলনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা স্বপরিবারে অংশগ্রহন করে। সকালে নাস্তা, দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
বুয়েটের পদার্থ বিজ্ঞান বিভাগ এর প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ড. তফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও মাহমুদ হোসেন এবং আমানউল্যাহ মাষ্টারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শিল্পপতি মোঃ কামালউদ্দিন ঢালী, সোনালী ব্যাংক লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (অব:) মোঃ রুহুল আমিন, সোনালী ব্যাংক লিঃ এর ডিজিএম মোঃ মোরশেদ আলম মানিক, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ জিয়াউল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার ড. মোঃ মোস্তফা জামান, এখলাছপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক হোসেন মুরাদ, প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, পুনর্মিলনী উদ্যাপন কমিটির সদস্য সচিব মোঃ শাহাদাত হোসেন মরু, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী পিপি এ্যাড. আমানউল্যা, সাবেক ইউপি চেয়ারম্যান রাজি উদ্দিন আহম্মেদ রাজু, সাবেক প্রধান শিক্ষ এ্যাড. মনোয়ারুল ইসলাম, নাওভাঁঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, এখলাছপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেহানউদ্দিন নেতা, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব এ্যাডঃ এসএম কামাল উদ্দিন, শামসুন্নাহার, শাহনাজ আক্তার, সালমা কামাল, ডাঃ জামাল উদ্দিন স্বপন, নজরুল ইসলাম মিয়াজী, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান আলী আক্কাছ বাদল, এখলাছপুর ইউপির সাবেক চেয়ারম্যান মেছবাহউদ্দিন জনি, মানবাধিকার কর্মী এ্যাড. জসিমউদ্দিন, বিল্লাল হোসেন মাস্টার, এ্যাড. সালাউদ্দিন, মিনহাজউদ্দিন খান, এসএম ইকরামুল হক, সাইফুল ইসলাম সাগর, রহমত উল্যা, লুৎফর রহমান অপি, সালাউদ্দিন প্রমূখ।
আলোচনা সভা শেষে দেশের স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শামসুজ্জামান ডলার
মতলব উত্তর