দাউদকান্দি /১৩ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——-
দাউদকান্দি উপজেলার চরগোয়ালী খন্দকার নাজির আহমেদ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে একই স্থানে বিএনপি ও আ’লীগ সভা আহবান করায় বড় ধরনের সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। উপজেলা বিএনপি’র সভাপতি একেএম সামছুল হক বলেন, ‘উপজেলার সুন্দলপুর, বারপাড়া ও বিটেশ্বর ইউনিয়ন বিএনপি’র যৌথ উদ্যোগে চরগোয়ালী হাইস্কুল মাঠে ১৪ ডিসেম্বর শুক্রবার জনসভার আয়োজন করা হয়। পূর্ব নির্ধারিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং বিএনপি’র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের পুত্র ড. খন্দকার মারুফ হোসেন শিশির। কিন্তু আ’লীগ আমাদের পূর্ব নির্ধারিত জনসভাস্থলে হঠাৎ সমাবেশ আহবান করে। প্রতিহিংসা ও বিশৃঙ্খলা করতেই তারা এ সভা ডেকেছে’। এদিকে উপজেলা আ’লীগ সভাপতি আবুল হাসেম সরকার জানান, ‘আগে থেকেই উপজেলার সুন্দলপুর, বারপাড়া ও বিটেশ্বর ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে চরগোয়ালী হাইস্কুল মাঠে ১৪ ডিসেম্বর শুক্রবার সমাবেশের আয়োজন হয়েছে এবং নির্ধারিত তারিখে সমাবেশ অনুষ্ঠিত হবে’। একই স্থানে দুইটি দলের সভা ডাকায় এলাকাবাসী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা বড় ধরনের সংঘর্ষের আশংকা করছেন। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারুল নাসের বলেন, ‘এ ব্যাপারে প্রশাসন অবগত রয়েছে। উর্ধ্বতন কর্মকর্তার নিদের্শ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’
শামীমা সুলতানা