চান্দিনায় হরতাল সমর্থনে বিএপি’র বিক্ষোভ মিছিল

চান্দিনা /১৩ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——-
বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকালে হরতালের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেছে চান্দিনা উপজেলা ও পৌর বিএনপি। বিক্ষোভ মিছিল শেষে চান্দিনা বাস স্টেশনে বিক্ষোভ সমাবেশ করে। এতে বক্তৃতা করেন, চান্দিনা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহ মো. আলগমীর খান, চান্দিনা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কাজী আরশাদ, পৌর কাউন্সিলর মো. শাহজাহান সরকার, মো. কামাল হোসেন, মো. শহিদুজ্জামান সরকার, পৌর যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মো. হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের, উপজেলা ছাত্রদল সভাপতি মো. কাইয়ুম খান, পৌর স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ, শ্রমিক দল নেতা মো. আলাউদ্দিন, সাংস্কৃতিক দল নেতা মো. আবুল খায়ের প্রমুখ।

মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply