দাউদকান্দি / ১২ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——-
বুধবার বিকেলে দাউদকান্দি উপজেলা বিটেশ্বর ইউনিয়নের কাদিয়ারভাঙ্গার প্রধান বাড়িতে ‘সমাজ উন্নয়নে নারীর অংশগ্রহণ’ শীর্ষক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
কাদিয়ারভাঙ্গা আদর্শ মহিলা সমিতির উদ্যোগে এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন, সৃজন গণপাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শরীফ প্রধান। প্রধান অতিথি ছিলেন, ব্ঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত অধ্যাপক মতিন সৈকত। প্রধান আলোচক ছিলেন, বিশিষ্ট কবি ও কলামিস্ট মো. আলী আশরাফ খান। বিশেষ অথিতি ছিলেন, প্রথমআলো দাউদকান্দি প্রতিনিধি আবদুর রহমান ঢালী। উপস্থাপনায় ছিলেন, বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক এসএম মিজান।
এ উঠান বৈঠকে বিভিন্ন বয়সী শতাধিত নারীর উপস্থিতিতে প্রধান অতিথি বলেন,‘ পরিবারে নারীর ভূমিকা অপরিসীম। ইচ্ছে করলে একজন নারী তার সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। একজন নারী ‘মা’ হিসেবে সঠিক দায়িত্ব পালন করলে তার পরিবার আলোকিত হবে হবে-ই।’
প্রধান আলোচক বলেন,‘আমরা পুরুষরা কাজের ভাগাভাগি করি। আসলে কাজে কোনো ভাগভাগি করতে নেই। কাজ কাজই, কি পুরুষ কি নারী। আমাদের মধ্যে বৈষম্য সৃষ্টি করা উচিৎ নয়। মেধা ও মননের দিক দিয়ে নারীরাই শ্রেষ্ঠ। এর প্রমাণ যুগে যুগে নারী দিয়ে এসেছে। পুরুষরা খানিক সুযোগ করে দিলে নিঃসন্দেহে নারীরা আমাদের চেয়ে অনেকাংশে ভালো করবে’।
অনুষ্ঠান আয়োজনে ছিলো, কাদিয়রিভাঙ্গা প্রধানবাড়ি ফাউন্ডেশন ও সহযোগিতায় ছিল, সুজন পাবলিক লাইব্রেরী।
শামীমা সুলতানা
দাউদকান্দি, কুমিল্লা।