ব্রাহ্মণবাড়িয়া / ১২ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——-
তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। বুধবার বিকেলে রেলগেইট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্ল¬া কচি’র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, সহ-সভাপতি জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, যুবদলের আহবায়ক মনির হোসেন, ছাত্রদল সভাপতি শামীম মোল্ল¬া, সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদ, যুবদল নেতা আলী আজম প্রমুখ।
আরিফুল ইসলাম সুমন