চান্দিনা / ১২ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——-
চান্দিনায় মুক্ত দিবস উপলক্ষ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলরের উদ্যোগে বুধবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটরিয়মে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তৃতা করেন সরকারি প্রতিশ্র“তি সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। বিশেষ অতিথি’র বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মো. নাজমুল আহসান মজুমদার রিপন, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা তপন বকসী। অন্যদের মধ্যে বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. মনিরুল হক, চান্দিনা পৌর আওয়ামীলীগ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার কাজী গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন মোসলেম, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদুল মালেক প্রমুখ।
মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা