বানিজ্যিক আবাদে মতলবে খিরাইয়ের বাম্পার ফলন

মতলব / ১২ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——-
অনুকুল আবহাওয়া, রোগ-বালাই না হওয়া ও সময় মতো প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ায় বানিজ্যিকভাবে আবাদের ফলে চাঁদপুরের মতলর উত্তর উপজেলায় এবার খিরাইয়ের বাম্পার ফলন হয়েছে । এ উপজেলার কৃষকরা এখন আর গতানুগতিক ধারায় খিরাইয়ের আবাদ করেনা । তারা এখন কৃষি বিভাগের পরামর্ষ মতো চাষাবাদ করে বেশী ফলন ও অধিক লাভবান হচ্ছেন বলে জানালে উপজেলার বিভিন্ন অঞ্চলের কয়েকজন কৃষক উপজেলার ষাটনল,ছটাকি, কালিপুর,ছেংগারচর,গজরা,নাউরী,নবুরকান্দি ও ফরাজীকান্দিসহ বেশ কিছু অঞ্চলেই এবার বানিজ্যিকভাবে আবাদ হয়েছে খিরাইয়ের । উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, মতলব উত্তর উপজেলায় এবার খিরাইয়ের আবাদ হয়েছে ১৬০ হেক্টর জমিতে। তবে খোজখবর নিয়ে জানা যায় বাস্তবে এর পরিমান আরো বেশী। ফলন হয়েছে ভাল, আর মৌসুমে প্রতি হেক্টরে উৎপাদন ধরা হচ্ছে ৩০ টনের মতো।
মতলব উত্তর উপজেলার কৃষকদের উৎপন্ন খিরাই স্থানীয় বাজারগুলোর চাহিদা মিটিয়ে চাঁদপুর, নারায়নগঞ্জসহ ঢাকার বিভিন্ন বাজারে রপ্তানী করা হচ্ছে । প্রতি কেজি খিরাই স্থানীয় বাজারে ১৪ থেকে ১৬ টাকায় বিক্রি করা হচ্ছে । আর ১০০ কেজির প্রতি বস্তা ৯০০ থেকে ১০০০ টাকায় ঢাকার বিভিন্ন বাজারে পাইকারী বিক্রি হচ্ছে ।
ষাটনল অঞ্চলের কৃষক ফজলুল হক বলেন, আমরা অহন আর আগের মতন কইরা খিরাই করিনা । অহন আমরা যেমনে খিরাই করি তাতে কইরা লাভ আগের তিগা অনেক বালা। এই এলাকার অনেকেই অহন আমগো নিয়মে খিরাই চাষ লাভবান অইতাছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ছাইফুল আলম বলেন, এখানকার খিরাই চাষীরা আগে তাদের ইচ্ছেমতো খিরাই চাষ করতো। বর্তমানে তারা আমাদের পরামর্ষ মতো কিরাই চাষ করে অনেক লাভবানই হচ্ছেন ।

শামসুজ্জামান ডলার
মতলব উত্তর (চাঁদপুর)

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply