তিতাস / ১০ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——–
তিতাসে বেগম রোকেয়া দিবস উপলক্ষে গত রবিবার উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে উদ্যোগে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা ফেরদৌসীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামলী নবী। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আক্তার হোসেন নিজাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান মিতু, উপজেলা নির্বাচন অফিসার আবু বক্কর সিদ্দিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারা চৌধুরী প্রমূখ। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী গৌরীপুর-হোমনা সড়ক হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং বির্তক প্রতিযোগিতায় গাজীপুর খান হাইস্কুল এন্ড কলেজ ও বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মোমরিয়াল উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে।
নাজমুল করিম ফারুক
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি