রাজশাহী / ১০ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——–
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ রাজশাহী ক্যাম্পাসের স্পোর্টস ক্লাবের উদ্যোগে ১০ ডিসেম্বর,২০১২ তারিখে নিজস্ব ভবনে নবনির্মিত জিমনেশিয়াম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এনইউবি রাজশাহী ক্যাম্পাসের একাডেমিক কোঅর্ডিনেটর ও ইনচার্জ প্রফেসর মো: ইব্রাহিম ফিতা কেটে জিমনেশিয়ামের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের উপদেষ্টা প্রফেসর জহুরুল ইসলাম, সিনিয়র এ্যাসিস্টান্ট রেজিস্ট্রার আল মামুন মুকুল। সভাপতির দায়িত্ব পালন করেন রাজশাহী ক্যাম্পাসের ডেপুটি রেজিস্ট্রার এবং প্রশাসনিক সম্বনয়কারী মো: আশরাফুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্পোর্টস ক্লাবের কনভেনার ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক তাহিদুর রহমান, আইন বিভাগের সহকারী অধ্যাপক মো: শহীদুল ইসলাম, স্পোর্টস ক্লাবের সদস্যবৃন্দ, স্পোর্টস ক্লাবের মেম্বার সেক্রেটারী, আইন, ইংরেজী এবং ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।
পরে শিক্ষক, শিক্ষার্থী, এবং কর্মকর্তাদের নিয়ে জিমনেশিয়ামের বিভিন্ন সরঞ্জামাদী পরিদর্শন করেন এবং টেবিল টেনিস, ব্যাডমিন্টন, দাবা, ক্যারম খেলার আয়োজন করা হয়। নর্দান ইউনিভার্সিটি রাজশাহী ক্যাম্পাসের ইনচার্জ প্রফেসর মো: ইব্রাহিম বলেন, ‘স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্থ মন এবং সুস্থ শরীরের জন্য প্রয়োজন শরীরচর্চা ও খেলাধুলা। নর্দান বিশ্ববিদ্যালয় মেধা বিকাশে উচ্চশিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীরা যাতে খেলাধুলা এবং শরীরচর্চা করতে পারে সেদিকে লক্ষ্য রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।’ এ বিষয়ে নর্দান ইউনিভার্সিটি ট্রাস্টের মাননীয় চেয়্যারমান প্রফেসর ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহ উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘এ ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাধারণ জ্ঞান চর্চা এবং আইটিজোন বৃদ্ধির মাধ্যমে দেশের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...