আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে দাউদকান্দিতে র‌্যালি ও আলোচনা সভা

দাউদকান্দি/ ৯ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——–
৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আয়োজনে দাউদকান্দির ইলিয়টগঞ্জে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আইপিএমের সভাপতি মতিন সৈকতের সভাপতিত্বে ‘জনতার শক্তি রুখবে দুর্নীতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এই র‌্যালি ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ অধ্যাপক নূরুল গণি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কবি-কলামিস্ট ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সদস্য মো. আলী আশরাফ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইলিয়টগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সেলিম সরকার, হলি মডেল স্কুলের সেক্রেটারী মো: এনামুল হক ও লাল-সবুজ সংঘের সভাপতি মোঃ কাউছার আলম সোহেল।
র‌্যালিটি হলি মডেল স্কুল চত্বর থেকে ইলিয়টগঞ্জ বাজারের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ইলিয়টগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। ওইখানে স্কুল ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,‘আমাদের এ ছাত্রছাত্রীরাই সমাজকে দুর্নীতিমক্ত করতে সক্ষম হবে। তারা তাদের বাবা-মাকে এ দুর্নীতির বিষবাস্প থেকে দূুরে সরিয়ে রাখবে বলে আমাদের বিশ্বাস’। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, এসএম মিজান।

শামীমা সুলতানা
দাউদকান্দি, কুমিল্লা।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply