দাউদকান্দি / ৯ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——–
রোববার সারাদেশের ন্যায় ১৮ দলীয় জোটের ডাকে দাউদকান্দিতেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবেরোধ করে রাখে জোটের নেতাকর্মীরা। ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত গৌরীপুর, ইলিয়টগঞ্জ, রায়পুর, শহীদনগর ও দাউদকান্দি সদর সংলগ্ন মহাসড়কে অবস্থান করে অবরোধ কর্মসূচী পালন করে তারা। বাস ও টেম্পু মালিক সমিতি আজ ১৮ দলীয় জোটের অবরোধকে সমর্থন করে যানবাহন চলাচল বন্ধ রাখে। মহাসড়কে যানবাহন না চলাচলের কারণে পুলিশকে রাস্তার উপর আরামে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দাউদকান্দির গৌরীপুর এলাকায় উপজেলা বিএনপি’র সেক্রেটারী আবুল হাসেম চেয়ারম্যান ও উপজেলা যুবদলের আহ্বায়ক ভিপি মোঃ জাহাঙ্গীর আলম এবং দাউদকান্দি সদরে উপজেলা বিএনপি’র সভাপতি একেএম সামছুল হক ও পৌর বিএনপি’র সভাপতি ভিপি আঃ ছাত্তার অবরোধকারীদের নেতৃত্ব দেন। তবে দাউদকান্দি ছাত্রদলের নেতাকর্মীদের অবরোধের সময় কাউকে মাঠে দেখা যায়নি।
শামীমা সুলতানা
দাউদকান্দি, কুমিল্লা।