সরাইলে রাজপথ অবরোধ কর্মসূচি পালিত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) / ৯ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——–
১৮ দলীয় জোটের ভোর ৬টা থেকে ২টা পর্যন্ত রাজপথ অবরোধ কর্মসূচিতে রোববার অচল হয়ে পড়ে সরাইল। অবরোধ চলাকালে এখানকার সড়ক-মহাসড়কে কোন প্রকার যানবাহন চলাচল করেনি। শান্তিপূর্ণভাবে জোট নেতারা এ কর্মসূচি পালন করেছেন। উপজেলার কোথাও অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায়।
জানা গেছে, ভোর ৬টার দিকে ১৮ দলীয় জোট নেতা-কর্মী-সমর্থকরা সড়ক ও মহাসড়কে অবস্থান নেন। উপজেলা ছাত্রদল সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন উজ্বল এবং সম্পাদক আবদুল জব্বারের নেতৃত্বে নেতা-কর্মীরা সরাইল-নাসিরনগর-লাখাই সড়ক অবরোধ করেন। সাবেক ছাত্রদল সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্নার নেতৃত্বে জোট নেতা-কর্মী ও সমর্থকরা সরাইল-অরুয়াইল সড়ক অবরোধ করেন। এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে ১৮ দলীয় জোট নেতা-কর্মী ও সমর্থকরা অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে নেতারা মহাসড়কের উপর সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র প্রথম যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবদুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওঃ কুতুব উদ্দিনসহ জোট নেতারা।
এসময় সড়ক ও মহাসড়কে বিক্ষুব্ধরা গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন ধরিয়ে দিলে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

আরিফুল ইসলাম সুমন

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply