দেবিদ্বার / ৯ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——–
সমৃদ্ধ দেশ গঠনে সবার আগে রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে দূর্নীতি, অনিয়মের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার নিয়ে দেবিদ্বারে দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
সোমবার দুপুর ১টায় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের লোকজনের একটি বর্নাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্তরে এসে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন-অর-রশীদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, মফিজউদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক রাশেদা বেগম, আ’লীগ উপজেলা যুগ্ম সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান ভূঞা, আব্দুল্লাহপুর উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক হারুন-অর-রশীদ আরপি উচ্চদ্যিালয়’র সহকারী শিক্ষক মোঃ মফিজুল ইসলাম, প্রমূখ।
মো: ফখরুল ইসলাম সাগর,দেবিদ্বার