ব্রাহ্মণপাড়ায় ১৮ দলীয় জোটের মহাসড়ক অবরোধ শান্তিপূর্ণ ভাবে পালিত

ব্রাহ্মণপাড়া / ৯ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——–

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ১৮ দলীয় জোটের দেশব্যাপী অবরোধ কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি ও ১৮ দলীয় জোট নেতাকর্মীরা ৯ ডিসেম্বর কুমিল্লা-সিলেট মহাসড়কের মিরপুর বাস ষ্ট্যান্ডে এক অবরোধ কর্মসূচী পালন করে। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও কুমিল্লা-৫ থেকে ২বার বিএনপির মনোনয়ন প্রাপ্ত এ.এস.এম. আলাউদ্দিন ভ’ইয়া। উপস্থিত ছিলেন আবদুল হান্নান, সানাউল্লাহ ভ’ইয়া, মানিক ডিলার, আবু তাহের, ছানাউল হক, বাদল ভ’ইয়া, আবু কাউছার, সামাল মৈশান, নুরে আলম, মোস্তফা জামান, জমির হোসেন, আবদুর রহিম অপু, গাজী ইস্রাফিল, আমানত খাঁ, এরশাদ সহ চারদলীয় নেতাকর্মীরা। অপরদিকে মাধবপুর বাজারে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান সামসুল আলমের নেতৃত্বে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করেন। এসময় ইঞ্জিন চালিত কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply