সমাজে সুশাসন প্রতিষ্ঠা সহ মাদকমুক্ত সমাজ গঠনে ঔক্যবদ্ধ ভ’মিকা রাখতে হবে — জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার

ব্রাহ্মণবাড়িয়া / ৮ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার বলেছেন, সমাজের প্রতিটি ঘরে ঘরে, সমাজে সুশাসন প্রতিষ্ঠা, দূর্নীতিমুক্ত- অপরাধমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।তিনি বলেন ব্রাহ্মণবাড়িয়ায় ধুমপান মাদক ও সন্ত্রাস বিরোধী সংগঠন “দূর্বার” যে সব কার্যক্রম চালাচ্ছে তা অণুসরণ করে বিভিন্ন সংগঠন ব্যক্তি পর্যায়ে এ ব্যাপারে দায়িত্বশীল ভ’মিকা রাখতে হবে।
তিনি গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার উত্তর পৈরতলায় শহীদ কাসেম আলী চেয়ারম্যান ঈদগাহ ময়দানে ধুমপান মাদক ও সন্ত্রাস বিরোধী সংগঠন দূর্বার এর উদ্যোগে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।
সংগঠনের সভাপতি আলহাজ্ব এডভোকেট তানভীর ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন , জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর অবঃ জহিরুল হক খান বীর প্রতীক, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মুসলিম মিয়া ,সুজন সভাপতি প্রফেসর মোখলেছুর রহমান খান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুদ্দিন খাজা। সাংবাদিক আল আমীন শাহীন এর সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম ভইয়া, জেলা জাসদের সভাপতি এডভোকেট আকতার হোসেন সাঈদ, জেলা চেম্বারের পরিচালক আজিজুল হক , জেলা পুস্তক বিক্রেতা সমিতির সভাপতি আলহাজ্ব আবুল ফয়েজ,জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ওসমান গণি,মক্তিযোদ্ধা আলহাজ্ব আবু হোরায়রাহ, প্রকৌশলী রফিকুল ইসলাম, জগৎবাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ আল মামুন, শ্রমিক নেতা জসীম উদ্দিন জমশেদ,ওলামা ঐক্য পরিষদের এবং কোর্ট মসজিদের ইমাম মাওলানা আবদুল্লাহ, হেফজ ঐক্য পরিষদের সভাপতি মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ । সভায় বক্তারা ধুমপান মাদক, সন্ত্রাসের বিভিন্ন কুফল তুলে ধরেন এবং সমাজে শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে এ ব্যাপারে সকলকে সচেতন করার আহবান জানান । উক্ত সভায় সংগঠনের সদস্য বৃন্দ ,বীর মুক্তি যোদ্ধাবৃন্দ, শিক্ষাবিদ, আইন জীবি, সাংবাদিক , এনজিও প্রতিনিধি সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন । সবশেষে দোয়া মাহফিল সহ প্রীতিভোজের আয়োজন করা হয়।

আরিফুল ইসলাম সুমন

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply