আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠিত বিএনপি’র অভিনন্দন

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) / ৮ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা আহবায়ক কমিটি গঠিত হয়েছে। ১১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে মোঃ ফাইজুর রহমান আহ্বায়ক এবং মোঃ মহিউদ্দিন খাঁ শ্যামলকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
এদিকে শনিবার আশুগঞ্জ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ এক বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের আহ্বায়ক কমিটি এবং নবগঠিত আশুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় উপজেলা বিএনপি’র নেতারা আশা প্রকাশ করেন, যুবদল নেতৃবৃন্দের যোগ্য ও গতিশীল নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদল আশুগঞ্জে একটি শক্তিশালী সংগঠনে পরিণত হবে এবং ঐক্যবদ্ধভাবে আগামি দিনে আন্দোলনের কর্মসূচী পালনে দায়িত্বশীল ভূমিকা রাখবেন।
বিবৃতিদাতারা হলেন- আশুগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ মমিন মিয়া, সহ-সভাপতি মোঃ জজ মিয়া, মোঃ রফিক মিয়া, মোঃ মানিক চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহজাহান সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল হাসিম, ফিরোজ মিয়া, অর্থ সম্পাদক হাজী মোঃ জয়নাল আবেদিন ও প্রচার সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ। বিবৃতিদাতারা সময়োপযোগী ও ত্যাগী নেতাদেরকে নিয়ে আশুগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করায় জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে আশুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটি গঠিত হয়।

আরিফুল ইসলাম সুমন

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply