বিআরটিসির বাস চলাচলে পুলিশের বাধা : এলাকাবাসীর মাঝে ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া / ৮ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে বিআরটিসির বাস চলাচলে পুলিশের বাধাদানের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের কাজ সম্পূর্ণ হলে সরাসরি বাস, ট্রাকসহ ভারী যানবাহন এ সড়কটি দিয়ে চলাচল করবে এটা নাসিরনগরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিলো। এছাড়া হবিগঞ্জের লাখাই উপজেলার অনেক মানুষ সহজ পথ হিসেবে ফান্দাউক হয়ে ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া যাতায়াতে কম সময় লাগবে এই আশায় আবারো ছেদ পড়ার ঘটনায় এলাকাবাসী হতাশ।
জানা যায, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর বিআরটিসির মতিঝিল বাস ডিপোর ভারপ্রাপ্ত ম্যানেজার(অপা.) মো. জামসেদ আলী স্বাক্ষরিত গত ৪ ডিসেম্বর (যার মেমো নং-২৫/মতি/২০১১-৮০৯/১(১৪)) বিআরটিসি মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রনে ঢাকা (গুলিস্তান) হতে নাসিরনগর ভায়া টঙ্গী-ঘোড়াশাল রুটে বিআরটিসি বাস সার্ভিস চালু করার সিদ্ধান্তের বিষয়ে পৃথক পত্র দেয়া হয়। যা গত ৫ ডিসেম্বর থেকে উভয় প্রান্ত থেকে নিয়মিতভাবে বিআরটিসি সরকার নিয়ন্ত্রিত সেবামূল বাণিজ্যিক প্রতিষ্ঠান বিধায় সার্ভিসটি সুষ্ঠুভাবে চলাচলে প্রশাসনিক সহযোগিতা চাওয়া হয়। কিন্তু বিধি বাম। বিআরটিসির ৬টি বাস যখন ৫ ডিসেম্বর রাতে নাসিরনগর সদরের দাতঁমন্ডল এরফানিয়া সিনিয়র মাদ্রাসার সামনে রাখা হয় তখন নাসিরনগর থানা পুলিশ সংবাদ পেয়ে রহস্যজনক কারণে ওইখান থেকে বাসগুলোকে সরিয়ে দেন। উপরের নির্দেশ রয়েছে নাসিরনগর থেকে বাস চলাচল করতে পারবে না বলে চালকদের জানিয়ে দেয় পুলিশ। পরে ৭ ডিসেম্বর সরাইলের কালিকচ্ছ বাজার থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকার সাথে বিআরটিসি বাসের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। এব্যাপারে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি) আবদুল কাদের বাধা দেয়ার বিষয়টি স্বীকার করে জানান, ‘ওপরের নির্দেশই বাস্তবায়ন করা হয়েছে।’ এর বেশী কিছু বলতে অপরাগতা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, নাসিরনগরÑব্রাহ্মণবাড়িয়া সড়কের ব্রিজ ও সড়ক নিমার্ণ কাজ সম্পূন্ন হওয়ার পর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাথে সরাসরি নাসিরনগরের বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল শুরু হওয়ার পর বিগত ২০০৮ সালের ২৮ এপ্রিল দাঁতমন্ডল কুকুরিয়া নদীর উপর নির্মিত ব্রেইলি ব্রিজটি পাথরবাহী ট্রাক নিয়ে ভেঙে পড়েছিল। তখন সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ব্রেইলি সেতুটি মেরামত করে এই সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করে ফলে শুধুমাত্র মাইক্রোবাস, প্রাইভেটকার, অটোরিকশা, টেম্পো, সিএনজিসহ হালকা যানবাহন চলাচলের ব্যবস্থা রাখা হয়। এরপর থেকে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে বাস-ট্রাকসহ ভারী যানবাহন চলাচল বন্ধ থাকে। সম্প্রতি দাঁতমন্ডল কুকুরিয়া নদীর উপর ব্রিজটি নিমার্ণ সম্পন্ন হলে দাতঁমন্ডল গ্রামের কিছু যুবক ঢাকা (গুলিস্তান) হতে নাসিরনগর ভায়া টঙ্গী-ঘোড়াশাল রুটে বিআরটিসি বাস চলাচলের অনুমতি নিয়ে আসলেও বাস চলাচলে দেখা দেয় বিপত্তি। এ নিয়ে এলাকাবাসীর মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply