লাকসাম / ৭ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
কুমিল্লার পদুয়ার বাজারে মটর সাইকেল দূর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত ও অপর ২জন গুরুতর আহত হয়েছে। নিহত ও আহতদের বাড়ী লাকসামে। বৃহস্পতিবার রাতে এ দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, লাকসামের গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম তোতার ছেলে স্থানীয় বিএন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র খায়রুল আলম আনাস (১৪) ও তার ভগ্নিপতি সাখাওয়াত হোসেন (২২), ফুফাত ভাই সজিব হোসেন (২০)সহ ৩জন মটর সাইকেল যোগে কুমিল্লায় যায়। পরে লাকসাম ফিরে আসার পথে পদুয়ার বাজার বিশ্বরোডে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মটর সাইকেলের ৩ আরোহী গুরুতর আহত হয়। আহতদের প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় সেন্ট্রাল হসপিটালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে গুরুতর আহত খায়রুল আলম আনাস মারা যায়। স্কুল ছাত্রের মর্মাšিতক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আবদুর রহিম
লাকসাম প্রতিনিধি