দরিদ্র মানুষদের বিনে পয়সায় আইনী সহায়তা দিতে আমরা সর্বদা প্রস্তুত ……….জেলা দায়রা জজ মোঃ শফিকুল করিম

মতলব উত্তর / ৬ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
চাঁদপুর জেলা দায়রা জজ ও জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থা’র জেলা কমিটির চেয়ারম্যান মোঃ শফিকুল করিম বলেন, গ্রামীন দরিদ্র সাধারন মানুষদের কাছে বিনে পয়সার আইনী সহায়তা পৌঁছানো খুবই জরুরী। কিন্তু কেবলমাত্র প্রচার-প্রচারনার অভাবেই সরকারী এ সেবা সাধারন মানুষদের কাছে পৌঁছাচ্ছে না। আপনাদের মাধ্যমে আমরা এ খবর সাধারন মানুষদের কাছে পৌঁছাতে চাই। মনে রাখবেন দরিদ্র মানুষদের বিনে পয়সায় আইনী সহায়তা দিতে আমরা সর্বদা প্রস্তুত। গতকাল বৃহস্পতিবার দুপুরে মতলব উত্তর উপজেলা পরিষদের হলরুমে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারী খরচে আইনী সহায়তা প্রাপ্তির ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধিকরন বিষয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেছেন। প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ব্যাপক প্রচারনার মাধ্যমেই সম্ভব অধিক দরিদ্র মানুষদের বিনে পয়সার আইনী সহায়তা দিতে। তবে আমাদের মনে রাখতে হবে বিনে পয়সায় মামলা করার সুযোগ আছে বলেই কিন্তু আবার তুচ্ছ ঘটনায় যেনো মামলায় কেউ আগ্রহী না হয়ে উঠে।
মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জাতীয় আইন সহায়তা উপজেলা কমিটির সভাপতি মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে এবং জেলা কমিটির সদস্য সচিব ও জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট ইব্রাহিম খলিলের পরিচালনায় আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট শামীম সোহেল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুরের পুলিশ সুপার আমীর জাফর, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইন সহায়তা উপজেলা কমিটির সদস্য সচিব আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোঃ এরফান, চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব, পিপি এ্যাডভোকেট আমান উল্যাহ আমান, জিপি এ্যাডভোকেট রুহুল আমীন সরকার, প্যানেল আইনজীবি এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমএ কুদ্দুস, বাগানবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, এখলাছপুর ইউপি’র চেয়ারম্যান হাজী মোসাদ্দেক হোসেন মুরাদ, ফতেপুর পূর্ব ইউপি’র চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা মোঃ বোরহান উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার প্রমূখ।

সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী জজ মোঃ ইব্রাহীম,উপজেলা কৃষি কর্মকর্তা ছাইফুল ইসলাম, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ গিয়াস উদ্দিন, উপজেলা আবাসিক মেডিক্যাল অফিসার ইসমাইল হোসেন,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রবিউল আলমসহ প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও সদস্যগনসহ বিভিন্ন শ্রেনী-পেশার গন্যমান্যব্যাক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
সভার শেষাংশে প্রধান অতিথি উপস্থিত বিভিন্ন শ্রেনী-পেশার প্রতিনিধিদের প্রশ্নের জবাব দেন।

শামসুজ্জামান ডলার / মতলব উত্তর

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply