ব্রাহ্মণবাড়িয়া/ ৬ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার বলেছেন , শিক্ষা সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যকে ধরে রাখতে সম্মিলিত ভূমিকা রাখতে হবে । তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার দাঙ্গা হাঙ্গামা চাঁদের কলংকের মতো হয়ে দাঁড়িয়েছে । এ অবস্থার পরিবর্তনে প্রত্যন্ত এলাকা পর্যন্ত দাঙ্গা হাঙ্গামা বিরোধী , মাদক বিরোধী জন সচেতনতা সৃস্টি করে সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে। দাঙ্গা হাঙ্গামা এবং মাদক সহ বিভিন্ন অপরাধের কারণে সমাজে যে ক্ষতি হয় সে ব্যাপারে সকলকে বুঝাতে হবে। সমাজে একা ভাল না থেকে সবাইকে নিয়ে শান্তিতে বসবাস নিশ্চিত করতে তিনি সকলের প্রতি আহবান জানান ।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পি.পি.এম বলেছেন, যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত তারা আমার শত্রু। মাদক মুক্ত আখাউড়ার জন্য তিনি পুলিশের কার্যক্রমকে সফল করতে আহবান জানিয়েছেন । তিনি বলেন , দাঙ্গা হাঙ্গামা রোধে ১৬ ডিসেম্বরের পর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র উদ্ধারে কম্বিং অপারেশন হবে । এর পূর্ব পর্যন্ত ঘর গৃহস্থালির কাজে ব্যবহৃত ছাড়া সকল প্রকার অস্ত্র জমা দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন পরে এসব পাওয়া গেলে , যাদের কাছে থাকবো তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।তিনি কথা এবং কাজের যথাযথ বাস্তবায়ন করে অপরাধ মুক্ত মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়ার জন্য সুশীল সমাজের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন ।
গত বুধবার সন্ধায় আখ্উাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার এসব কথা বলেন । উপজেলা নির্বাহী কর্মকর্তা বশীরুল হক ভ’ইয়ার সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম , জান্নাত পারভীন স্মৃতি , পৌর মেয়র তাকজিল খলিফা কাজল , ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ সভাপতি আল আমীন শাহীন , উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হাজী রফিকুুল ইসলাম , রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ মানিক মিয়া সহ সাংবাদিক বৃন্দ, ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ খান, নান্নু মিয়া সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দ , বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি , বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তা সহ বিভিন্ন স্তরের সুধীজন। সম্প্রতি আখাউড়ায় দাঙ্গা হাঙ্গামার আলোচিত ঘটনা না থাকায় সভায় সন্তোষ প্রকাশ করে এ পরিবেশ সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়। এছাড়া আখাউড়ায় মাদক সমস্যা সহ বিভিন্ন সমস্যা দূরীকরণে বক্তাগণ সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
আরিফুল ইসলাম সুমন