ব্রাহ্মণবাড়িয়া / ৭ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
নানা ত্রুটির মধ্যে দিয়েই আজ শুক্রবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের নির্বাচন। শেষ সময়ে নির্বাচনী প্রচারনা তুঙ্গে হলেও ভোটার পরিচয় পত্রে নানা ভুল, ভোটের আগে সবার হাতে পরিচয় পত্র না পৌঁছানোর সম্ভাবনা, সর্বোপরি বিভিন্ন পদে আর্ত মানবতার সেবায় কাজ করার মতো যোগ্য প্রার্থীর অভাব ভোটারদের হতাশায় ডুবিয়ে রেখেছে। বিশেষ করে সদস্য পদে কাকে ভোট দেবেন সেটা ভেবেই অস্থির ভোটাররা। ইউনিটের কার্যকরী পরিষদের মোট ৭টি পদের জন্যে লড়ছেন ১৯ প্রার্থী। ভাইস চেয়ারম্যান এবং সেক্রেটারি পদে তিনজন করে এবং সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
জানা যায়, রেডক্রিসেন্টের এই ইউনিটের মোট ভোটার ৯৪০০ জন। নির্বাচনে নতুন পরিচয় পত্র দেখিয়ে ভোট নেয়ার সিদ্ধান্ত নেয় আহবায়ক কমিটি। অভিযোগ রয়েছে নতুন পরিচয়পত্র সরবরাহ করা হলেও তা ভুলে ভরা। ভোটারের নাম ভুল, পিতার নাম ঠিক নেই, অনেক পরিচয়পত্রেই ছবি নেই, আবার একজনের স্থলে আরেকজনের ছবিও জুড়ে দেয়া হয়েছে। এই পরিচয়পত্রও আবার এখন পর্যন্ত সংগ্রহ করেননি অর্ধেকেরও বেশী ভোটার। গতকাল বৃহষ্পতিবার পর্যন্ত ভোটার পরিচয়পত্র সংগ্রহ করেছেন মাত্র তিন হাজার ৬০০ ভোটার। সেই হিসেবে এখনো পরিচয়পত্র সংগ্রহের বাকি ৫ হাজার ৮০০ জন। বর্তমান ভাইস চেয়ারম্যান মেজর (অব.) জহিরুল হক খান (বীর প্রতীক) গতকাল বিকেলে জানান, ‘এখনো এক দিন বাকি আছে। এরমধ্যে পরিচয়পত্র কতজন সংগ্রহ করে তা দেখে নির্বাচন পরিচালনা কমিটির সাথে আলাপ করে আমরা একটা সিদ্ধান্ত নেব।’
Check Also
কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল
নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...