সরাইল/ ৬ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আবারও ডাকাতের কবলে পড়েছে পুলিশের একটি টহল দল। গত বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার নোয়গাঁও ইউনিয়নের ইসলামাবাদ নামক স্থানে এ ঘটনা ঘটে। ৩ রাউন্ড গুলি ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। তবে এসময় ডাকাতরা উল্টো ডাকাত ডাকাত বলে পুলিশের উপর হামলা করে। ডাকাতদের ছোঁড়া ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত ১০টার দিকে ১৫-২০ জনের একটি ডাকাতদল যাত্রী ভেবে পুলিশি টহলে থাকা অটোরিকশা থামাতে যায়। পুলিশ তিন রাউন্ড গুলি ছোঁড়লে তারা সটকে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তারা পুনরায় ডাকাত ডাকাত বলে পুলিশের উপর হামলা চালায়। এসময় ডাকাত-পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ডাকাতদের ছোড়া ইটপাটকেলের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়। তবে এসময় ডাকাত দলের কোন সদস্যকে আটক করতে পারেনি পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী জানান, আমরা ডাকাতদের প্রতিরোধে তিন রাউন্ড গুলি ছোঁড়েছি। তাছাড়া ওই সড়কে ডাকাতদের ধরতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
Check Also
কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল
নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...