কচুয়া (চাঁদপুর) / ৬ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
মায়েরা শিশুদের ভবিষ্যৎ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে। মায়েদের কাছে ছেলেমেয়েরা বেশীর ভাগ সময় থাকে। তাই ছেলেমেয়েদের ভালমন্দ মায়েরাই খোঁজখবর নেন। ভাল ফলাফল করতে হলে মায়েদের কোন বিকল্প নেই। গত বুধবার ৪৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন মানিকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মিজানুর রহমানের পরিচালনায় মা সমাবেশে বক্তব্য রাখেন কচুয়া প্রেস ক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সাবেক শিক্ষক সনতোষ চন্দ্র সেন, অভিভাবক সদস্য হেলাল উদ্দিন প্রধান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, আবুল কাশেম, কচুয়া ডেভেলাপমেন্ট লিমিটেড এর পরিচালক আবুল খায়ের প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক (মা)সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য প্রায় ৯’শতাধিক ছাত্রছাত্রী নিয়ে বিদ্যালয়টি গত বছর জেলার আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়। ছাত্রছাত্রীদের পড়াশুনার জন্য পর্যাপ্ত বেঞ্চ ও কক্ষ সমস্যার বিষয়ে অভিভাবকগন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।
কিশোর কুমার, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ