চান্দিনা / ৪ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলাকালীন সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাসস্টেশন এলাকা থেকে মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকালে শিবির কর্মী সন্দেহে আশিকুর রহমান (১৬) নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। সে দেবিদ্বার উপজেলার রাজামেহার ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী আদর্শ কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং ওই উপজেলার গণেশপুর গ্রামের জাকির হোসেনের ছেলে। এছাড়া উপজেলার কুটুম্বপুর সাহারপাড় এলাকা থেকে মো. সাকিল (১৩) নামক এক শিশুকে আটক করেছে পুলিশ। সে দেবিদ্বার উপজেলার উখারী গ্রামের ওয়ালী উল্লাহ্’র ছেলে। পুলিশ জানায় দুপুরে পিকেটিং করার সময় তাকে আটক করা হয়েছে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোর্সেদ জানায়, সকালে জামায়াত-শিবির কর্মীরা মাধাইয়া বাস স্টেশন এলাকায় পিকেটিং ও টায়ারে আগুন ধরিয়ে দেয়। এসময় পুলিশ ধাওয়া করলে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ আশিকুর রহমান কে আটক করে। এদিকে আটককৃত আশিক জানায়, সে সকালে তার মামার বাড়িতে যাচ্ছিল। এসময় পুলিশ বিনা কারণে তাকে আটক করে। ৫ ডিসেম্বর তার কম্পিউটার শিক্ষা বিষয়ের পরীক্ষা রয়েছে। এব্যাপরে রাজামেহার কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম জানান, আশিকুর রহমান একজন নিরীহ ছাত্র। আমর জানামতে জামায়াত-শিবিরের সাথে তার সম্পৃক্ততা নেই।
মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা