রাজশাহী / ৪ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
মঙ্গলবার ২০১২ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ রাজশাহী ক্যাম্পাসের আইন বিভাগের উদ্যোগে ৭ম সেমিস্টার এর ছাত্র-ছাত্রীরা শিক্ষা সফরের অংশ হিসেবে নাটোরের একডালা প্রাণ কোম্পানির ফ্যাক্টরী পরিদর্শন করে । তাত্ত্বিক ক্লাসের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকশিত করার লক্ষ্যে আইন বিভাগ প্রতি সেমিস্টারে এ ধরনের ভিজিটের ব্যবস্থা গ্রহণ করে থাকে।
প্রাণ কোম্পানি পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা কোম্পানি আইন, শ্রম আইন ও ব্যবসায় আইনের বিভিন্ন খুঁটিনাটি দিক জানার সুযোগ পেয়েছে।
আইন বিভাগের কোর্স সমন্বয়কারী সহকারী অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম এবং রাজশাহী ক্যাম্পাসের ডেপুটি রেজিস্ট্রার ও প্রসাশনিক সমন্বয়কারী মোঃ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।