চান্দিনা / ৪ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
কুমিল্লার চান্দিনায় বেওয়ারিশ কুকুরের উৎপাত বেড়েছে। যন্ত্রপাতি ও লোকবল সংকটের অজুহাতে কুকুর নিধনের কোন পদক্ষেপ নেয়নি পৌর কর্তৃপক্ষ। এদিকে বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত হয়েছে বেসরকারি সংস্থা নিজেরা করি এর বাবুর্চি জাবেদ হোসেন (৩৫)। গতকাল মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকালে বাজার খরচ করতে চান্দিনা উপজেলা সদরের মাছ বাজার এলাকায় গেলে ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জাবেদ হোসেন সকালে মাছ কেনার জন্য বাজারে গেলে বেওয়ারিশ কুকুর তাকে কামড়িয়ে আহত করে। পরে স্থানীয় ব্যবসায়ীরা এসে তাকে আহত অবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অপরদিকে চান্দিনা পৌর কর্তৃপক্ষ বেওয়ারিশ কুকুর নিধনের কোন পদক্ষেপ অদ্যাবধি নেয় নি। ১৯৯৭ সালে চান্দিনা পৌরসভা গঠন করা হয়। ২০০৫ সালে পৌরসভাটি খ-শ্রেণিতে উন্নীত হয়। গত তিন মাসে পৌর এলাকায় কুকুরের কামড়ে দশ জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানাগেছে। তবুও কুকুর নিধনের কোন পদক্ষেপ নেই পৌর কর্তৃপক্ষের।
মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা