ব্রাহ্মণবাড়িয়া / ৩ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জামায়াতের কার্যালয় ভাঙচুর করেছে ছাত্রলীগ। এ সময় কার্যালয়ের বাইরে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পুলিশ এসে ছাত্রলীগ নেতাদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগ নেতারা আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ সংলগ্ন উপজেলা জামায়াতের কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা কার্যালয়ের ভিতরের আসবাবপত্র ভাঙচুর করে। এক পর্যায়ে বাইরে এনে কাগজপত্রে আগুন ধরিয়ে দেয়। বিকেলে রাজাকারমুক্ত দেশ গড়ার দাবিতে ছাত্রলীগ রেলওয়ে স্টেশন চত্বরে সমাবেশ করে।
ছাত্রলীগের আহবায়ক মো. মুরাদ হোসেন ও যুগ্ম-আহবায়ক ফজলে রাব্বি জানান, জামায়ত নেতারা যুদ্ধাপরাধীদের বিচার বানচালের চেষ্টা করছে। তারা আখাউড়াতে সমাবেশ করতে চাইলে আমরা পাল্টা জবাব দেই।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আক্তার হোসেন জানান, বিক্ষুব্দরা এক পর্যায়ে জামায়াত কার্যালয়ে আগুন ধরিয়ে দিতে চায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কার্যালয়ের সামনে পুলিশ পাহারা রয়েছে।
এদিকে জেলার কসবায় সোমবার দুপুরে জামায়াত ও ছাত্রলীগ নেতাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নতুন বাজারে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে। পুলিশ কাঁদানে গ্যাস ছেঅড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আরিফুল ইসলাম সুমন