কুমিল্লা / ৩ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
“আমার আপনার একটি উদ্যোগ লাখ শিশুর জীবন বাচাঁতে পারে, আসুন আমরা সকলে মিলে পাঁচ বছরের নিচে শিশু মৃত্যু প্রতিরোধ করি, শিশুকে একটি সুন্দর ও স্বাস্থ্যবান ৫ম জন্মদিন উপহার দিই এবং উদ্যাপনে গর্বিত অংশিদার হই” এই স্লোগান নিয়ে বিশ্ব শিশু দিবস উদ্যাপনের মাধ্যমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক গ্লোবাল একশ্যান সপ্তাহ সম্প্রতি শেষ হয়েছে। এর অংশ হিসেবে ওয়ার্ল্ড ভিশন (লাকসাম এডিপি) অফিসের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে, মসজিদ, মন্দির, স্কুল-কলেজ, মাদ্রাসা, হাট-বাজার সহ জনগুরুত্ব পূর্ণ স্থানে র্যালী, আলোচনা সভা, সেমিনার, শ্রেনীকক্ষ ভিত্তিক আলোচনা সভা, ধর্মীয় প্রতিষ্ঠানে আলোচনা, প্রামান্যচিত্র প্রদর্শন সহ প্রচারাভিযানে অংশ নিয়ে উল্লেখিত শ্লোগানের সাথে কাজ করার প্রত্যয়ে দশ হাজার লোক প্রতিজ্ঞা বদ্ধ হয়েছেন। এছাড়াও স্বতস্ফূর্ত ভাবে বিভিন্ন স্পর্টে উক্ত শ্লোগানের স্ব-পক্ষে গণস্বাক্ষর দিয়েছেন বিভিন্ন পেশাজীবী লোকজন। ওয়ার্ল্ড ভিশন কর্তৃক পরিচালিত শিশুর স্বাস্থ্য এখনি প্রচারাভিযানের মূল উদ্দেশ্য পাঁচ (৫) বছরের নিচে শিশু মৃত্যু প্রতিরোধে কাজ করা। যাতে করে ২০১৫ সালের সহস্রাব্দের লক্ষমাত্রা অর্জনে বাংলাদেশ কাংখিত লক্ষ্য অর্জনে সক্ষম হয়।
জামাল উদ্দিন স্বপন,কুমিল্লা থেকেঃ