চান্দিনা / ৩ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
‘একীভূত সমাজ বিনির্মাণে সংঘবদ্ধ অঙ্গীকার’ স্লোগানে ২১ তম আন্তজার্তিক প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে কুমিল্লার চান্দিনায় সোমবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চান্দিনা উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ও সমাজ সেবা’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ থেকে র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় চান্দিনা উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ এর সাধারণ সম্পাদক মোবারক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, বিশেষ অতিথি’র বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন মোসলেম, সাংবাদিক মাসুমুর রহমান মাসুদ, গোলাম মোস্তফা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সাদেক হোসেন, গণ উন্নয়ন সংস্থার কো-অর্ডিনেটর বাবুল আক্তার প্রমুখ।
মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা