তিতাস / ২ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
তিতাস থানা পুলিশ অভিযান চালিয়ে রবিবার সকালে উপজেলার জিয়ারকান্দি থেকে গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার করে।
তিতাস থানা সূত্রে জানা যায়, জিয়ারকান্দি গ্রামের মোঃ বারেক হাজী (৬০) ও তার ছেলে দুবাই প্রবাসী মোস্তফা (২৮) কে একই গ্রামের আলামিনের ঘরে আটক করে রেখেছে। খবর পেয়ে থানার এসআই আশিকুজ্জামান ও এএসআই নজরুল ইসলামসহ ফোর্স নিয়ে তাদের উদ্ধার করতে গেলে জিয়ারকান্দি গ্রামের মৃত মহর আলীর ছেলে আউয়াল (৩২) পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে গেলে মিস ফায়ার হয় এবং পুলিশ তাকে ধাওয়া করলে সে ম্যাগজিনে লোড করা দুই রাউণ্ড গুলিসহ সি.জেট-৭.৬৫ একটি বিদেশী পিস্তল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ অস্ত্রটি উদ্ধার করে থানা হেফাজতে রাখে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র আইনে মামলা করে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
নাজমুল করিম ফারুক,তিতাস (কুমিল্লা) প্রতিনিধি